মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৫, ০৩:৫৭ এএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি

ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মঙ্গলবার রাত থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যার ফলে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে, নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে ট্রাক চলাচলের কারণে মাতুয়াইল থেকে মদনপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে এই যানজটের প্রকোপ বেশি দেখা গেছে। মঙ্গলবার (২৫ মার্চ) থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ঈদুল ফিতরকে কেন্দ্র করে যানজট নিয়ন্ত্রণের জন্য মহাসড়কে ট্রাক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল। তবে, সেই নিষেধাজ্ঞা অমান্য করে ট্রাক চালকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে চলাচল করার চেষ্টা করেন।

ডিএমপির ট্রাফিক বিভাগের বাধার কারণে, ট্রাকগুলো মাতুয়াইল এলাকায় তল্লাশি চৌকিতে ফেরত চলে আসে, ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 

এ ব্যাপারে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে হাইওয়ে পুলিশের পরিদর্শক (টিআই) আবু নাঈম জানান, যানজট মদনপুর এলাকায় পৌঁছালে আমরা ডিএমপির সঙ্গে যোগাযোগ করি এবং তারা দ্রুত ব্যবস্থা নেন। বর্তমানে ধীরগতিতে গাড়ি চলাচল শুরু হয়েছে এবং যানজট নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

এছাড়া, কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, আমরা সবসময় মহাসড়কে উপস্থিত থেকে যানজট নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি। ঢাকা এলাকায় যানজট সৃষ্টি হয়েছে, তবে আমরা দ্রুতই তা নিয়ন্ত্রণে আনতে কাজ করছি।

যানজটের কারণে অনেক যাত্রীর যাত্রা দেরি হয়ে গেছে এবং ট্রাকের কারণে সৃষ্ট এই পরিস্থিতি নিয়ে স্থানীয় বাসিন্দারা ও যাত্রীরা উদ্বেগ প্রকাশ করেছেন। কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে যানজট দ্রুত সুরাহার জন্য কাজ করছে।

রূপালী বাংলাদেশ

Link copied!