ঢাকা মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫

রেলের ফিরতি টিকিট: আজ বিক্রি হবে ৬ এপ্রিলের টিকিট

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৭, ২০২৫, ০৮:৫১ এএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ের ঈদুল ফিতরের পরবর্তী ট্রেনের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে। আগামী ৬ এপ্রিলের আন্তঃনগর ট্রেনের টিকিট আজ ২৭ মার্চ বিক্রি হবে।

তথ্যটি জানা যায় রেলওয়ের এক কর্মপরিকল্পনা থেকে। 

আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়েছে এবং দুপুর ২টায় শুরু হবে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি। 

এবারও, রেলের ৭ দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে এবং শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। তবে, বিশেষ ব্যবস্থা অনুযায়ী কোনো টিকিটের রিফান্ড করা সম্ভব হবে না।

আগের বিক্রির তারিখগুলো হলো: ৩ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ২৪ মার্চ; ৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ২৫ মার্চ এবং ৫ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ২৬ মার্চ। এছাড়া ৭ এপ্রিলের টিকিট পাওয়া যাবে ২৮ মার্চ; ৮ এপ্রিলের টিকিট পাওয়া যাবে ২৯ মার্চ এবং ৯ এপ্রিলের টিকিট পাওয়া যাবে ৩০ মার্চ।