ঢাকা রবিবার, ৩০ মার্চ, ২০২৫

চীনের নির্বাহী উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৭, ২০২৫, ১১:০৬ এএম
ছবি: সংগৃহীত

চীনের স্টেট কাউন্সিলের নির্বাহী উপ-প্রধানমন্ত্রী ডিং জুয়েশিয়াং প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন।

বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) সম্মেলনের ফাঁকে ২৭ মার্চ বৃহস্পতিবার বেলা ১১টার পর হাইনানের কিউনহাইতে বোয়াও স্টেট গেস্ট হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন জ্বালানি উপদেষ্টা এম ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান, এসডিজিবিষয়ক মুখ্য সচিব লামিয়া মোর্শেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

এদিকে, চীনের স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার পর বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনের উদ্বোধনী পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা।

হাইনানের বিএফএ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই অধিবেশনে লাওসের প্রধানমন্ত্রী সোনেক্সে সিফানডোন, চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার ডিং জুয়েক্সিয়াং, বোয়াও ফোরাম এশিয়ার চেয়ারম্যান বান কি-মুন এবং এর মহাসচিব ঝাং জুনও বক্তব্য রাখবেন।