এবারের ঈদে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে রাজধানীসহ পুরো দেশ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি।
তিনি বলেন, আসন্ন ঈদুল ফিতরে ৯ দিনের ছুটিতে দেশের মানুষ যাতে নির্বিঘ্নে ঈদ করতে পারে সেজন্য পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় থাকবে এবং তাদের কোনো ছুটি নেই।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
নাসিমুল গনি বলেন, এ বছর দেশের প্রেক্ষাপট ভিন্ন হওয়ায় মানুষের জানমাল রক্ষায় অন্যান্য বারের চেয়ে অধিক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। যেকোনো ঝামেলা এড়াতে ৯৯৯ এ ফোন দিলে দ্রুত পুলিশের সহায়তা পাওয়া যাবে, কারণ পুলিশ এখন আগের চেয়ে অনেক অ্যাকটিভ।
তিনি বলেন, যারা ঢাকার বাইরে যাবেন রাস্তায় তাদের সমস্যা এড়াতে কঠোর থাকবে হাইওয়ে পুলিশ। ছুটিতে যারা ঢাকায় থাকবেন তারা যাতে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পারে সে ব্যাপারে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি আরও বলেন, ঈদের ছুটিতে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সতর্ক থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ২৪ ঘণ্টায় সতর্কভাবে দায়িত্ব পালন করবেন তারা। ফাঁকা ঢাকায় বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হবে। মহাসড়কের নিরাপত্তায় বিশেষ টহল ও নিরাপত্তা জোরদার করা হবে।