বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) সম্মেলনের সাইডলাইনে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ডিরেক্টর জেনারেল কু দংইয়ুর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবারের এ সাক্ষাতে তাদের মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক বিষয় ও খাদ্য নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। বৈঠকে উভয় পক্ষই বৈশ্বিক সমস্যাগুলোর সমাধানে যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তা এবং উন্নয়নমূলক কার্যক্রমের প্রসারে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন।
এদিন বিএফএ সম্মেলনে দেওয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা অভিন্ন ভবিষ্যৎ ও সমৃদ্ধির জন্য এশিয়ার দেশগুলোকে একটি পরিষ্কার রোডম্যাপ তৈরির আহ্বান জানিয়েছেন।
প্রধান উপদেষ্টা বলেন, এশিয়াকে অবশ্যই একটি টেকসই অর্থায়ন ব্যবস্থা তৈরি করতে হবে। আমাদের নির্ভরযোগ্য তহবিলের প্রয়োজন যা আমাদের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করে।
বাণিজ্য সহযোগিতা সম্পর্কে তিনি বলেন, এশিয়া এখনো সবচেয়ে কম সংহত অঞ্চলগুলোর মধ্যে একটি। আমাদের অবিলম্বে বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির জন্য কাজ করতে হবে।
আপনার মতামত লিখুন :