দিনভর অপেক্ষার পর অবশেষে ফেব্রুয়ারি মাসের বেতন এবং উৎসব ভাতা পাচ্ছেন শিক্ষকরা (২৮ মার্চ)।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেল ৫টার দিকে ইএফটিতে বেতন দেওয়া শুরু করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন ও বোনাস দিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
প্রসঙ্গত, শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, স্বশাসিত সব প্রতিষ্ঠান বন্ধ হয়েছে বৃহস্পতিবার। লেনদেন শেষ করে এদিনই ছুটিতে যাওয়ার কথা ছিল ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদেরও। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের চিঠিতে আরও জানানো হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত জনবলের ফেব্রুয়ারি মাসের বেতন, ঈদুল ফিতরের উৎসব ভাতা ইএফটিতে পরিশোধের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত জিও জারি করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের চিঠিতে আরও বলা হয়, শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাদি ঈদুল ফিতরের আগেই তোলার জন্য চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক বৃহস্পতিবার বিকাল চারটা পর্যন্ত এবং শুক্রবার একদিন খোলা রাখা প্রয়োজন।
এই চিঠির পর এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের সুবিধার্থে শুক্রবার সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী— এই চার রাষ্ট্রায়ত্ত ব্যাংকে দুই ঘণ্টার জন্য লেনদেন কার্যক্রম চালু রাখার ঘোষণা দিয়ে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।
প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ বা ১ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। অথচ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অপেক্ষার পর বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি বেতন ও উৎসব ভাতা দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :