ঈদুল ফিতরের দিন আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত চার বাহিনী—পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি এবং কোস্ট গার্ডের দায়িত্বপালনকারী সদস্যদের জন্য এক বেলা উন্নত খাবার বাবদ সরকারের তহবিল থেকে ২ কোটি ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
চিঠিতে বলা হয়েছে, ঈদের দিন আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীগুলোর সদস্যদের জন্য উন্নত খাবার পরিবেশনের উদ্দেশ্যে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। ঢাকাসহ সারা দেশের গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে টহল, চেকপোস্ট ও যৌথ অপারেশনের দায়িত্বপালনকারী সদস্যরা এই সুবিধা পাবেন।
বিভিন্ন বাহিনীর জন্য বরাদ্দের পরিমাণ নিম্নরূপ:—
পুলিশ ১ কোটি টাকা, বিজিবি ৪০ লাখ টাকা, আনসার ও ভিডিপি ৬০ লাখ টাকা, কোস্ট গার্ড ৩ লাখ টাকা
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, বরাদ্দের অতিরিক্ত কোনো অর্থ ব্যয় করা যাবে না। সব প্রকার ব্যয় নির্বাহের ক্ষেত্রে প্রচলিত আর্থিক বিধি-বিধান অনুসরণ করতে হবে এবং হিসাব যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে, অর্থাৎ ৩০ মার্চের মধ্যে, বরাদ্দকৃত অর্থ সমর্পণ করতে হবে।