ঢাকা সোমবার, ৩১ মার্চ, ২০২৫

স্বস্তিতে বাড়ি ফিরছেন উত্তরবঙ্গের মানুষ

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৮, ২০২৫, ০৮:০০ এএম
ছবি: সংগৃহীত

ঈদুল ফিতর উপলক্ষে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনে ঘরমুখো মানুষের যাত্রা এবার অনেকটাই স্বস্তিদায়ক হয়েছে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার, সিরাজগঞ্জের মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে, তবে কোথাও কোনো যানজট সৃষ্টি হয়নি, যার ফলে যাত্রীরা স্বস্তি নিয়ে বাড়ি ফিরছেন।

সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে গত বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যার পর থেকে যানবাহনের চাপ কিছুটা বাড়লেও, সেতুর চার লেনের উন্নয়ন ও গুরুত্বপূর্ণ আন্ডারপাস, ওভারপাস এবং ফ্লাইওভারগুলো চালু হওয়ায় যান চলাচল অনেক সহজ হয়ে উঠেছে। 

সাসেক-২ প্রকল্পের আওতায় যমুনা সেতু সড়কটির উন্নয়ন শেষ পর্যায়ে পৌঁছেছে, যার ফলে যানজট হ্রাস পেয়ে উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য এবারের ঈদযাত্রা অনেক সহজ ও নিরাপদ হয়ে উঠেছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল জানিয়েছেন, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে মোট ৩৩,৭৬৬টি যানবাহন পার হয়েছে এবং টোল আদায় হয়েছে ২ কোটি ৭৮ লাখ ৯৯ হাজার ৯০০ টাকা। 

সেতুর পশ্চিম টোল প্লাজা দিয়ে ১৫,৫২৭টি যানবাহন পার হয়ে ১ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা এবং পূর্ব টোল প্লাজা দিয়ে ১৮,২৩৯টি যানবাহন পার হয়ে ১ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ৪৫০ টাকা টোল আদায় হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ জানিয়েছেন, বিকেলের পর থেকে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে, তবে কোথাও কোনো যানজট সৃষ্টি হয়নি। 

তিনি আরো বলেন, এবারের ঈদযাত্রায় হাইওয়ে পুলিশ অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে, যা নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করেছে। আশা করা হচ্ছে, এই ঈদযাত্রা হবে সবার জন্য সুবিধাজনক এবং নিরাপদ।

এবারের ঈদযাত্রা, উন্নত সড়ক ব্যবস্থা এবং পুলিশী নিরাপত্তার কারণে উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য অনেকটাই ভোগান্তিহীন এবং স্বস্তিদায়ক হয়ে উঠেছে।