ঈদুল ফিতর উদযাপন করতে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। সড়কপথের পাশাপাশি নদীপথেও যাত্রা করছেন ঘরমুখো মানুষ।
শুক্রবার (২৮ মার্চ) সকাল থেকেই রাজধানীর একমাত্র লঞ্চ টার্মিনাল সদরঘাটে যাত্রীদের উপচেপড়া ভিড়।
ঈদযাত্রার শুরুর দিনগুলোতে জৌলুসহীন সদরঘাটের চিত্র দৃশ্যমান হলেও পঞ্চম দিনের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় সদরঘাট লঞ্চ টার্মিনালে পুরোনো সেই জৌলুস ফিরিয়ে এনেছে।
যাত্রীরা বলছেন, এই লঞ্চ শুধু স্বাচ্ছন্দ্যের বাহন হিসেবে নয় ঐতিহ্যের বাহক হিসেবেও তাদের প্রথম পছন্দ।
ঈদযাত্রা নিয়ে সতর্ক বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। কর্তৃপক্ষের স্পষ্ট নির্দেশনা, অতিরিক্ত ভাড়া কিংবা বাড়তি যাত্রী নিলেই কেড়ে নেয়া হবে লঞ্চের লাইসেন্স।