ট্রেনের জন্য বছর কয়েক আগেও নির্ধারিত সময়ের পরেও যাত্রীদের অপেক্ষা করতে হত ঘণ্টার পর ঘণ্টা। তবে সময় বদলেছে, যাত্রীর অপেক্ষার আগেই অপেক্ষা করছে ট্রেন। সিডিউলের আগেই নির্ধারিত সময়েই প্লাটফর্মে আনা হচ্ছে ট্রেন রেক। আর এতেই খুশি যাত্রীরা।
স্টেশনে নেই যাত্রীদের মলিন মুখ। প্রতিটি প্লাটফর্মের লাইনে রাখা আছে ট্রেনের রেক। কোনোটাতে আবার অতিরিক্ত রাখা আছে। প্রতিটি ট্রেন নির্ধারিত সময়ে ঢাকা রেলওয়ে স্টেশন ছাড়ছে।
যাত্রীদের সঙ্গে কথা বললে জানা যায়, নির্ধারিত সময়ে ট্রেন চলা আগে কখনো দেখেনি তারা। গত বছরও এতটা সময় মেনে ট্রেন চলেনি।
তারা বলেন, আগে বছরগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো ট্রেনের জন্য। সিডিউল বিপর্যয়ে মানুষের ঈদযাত্রা হতো দুর্বিষহ। ট্রেনে এবারে ঈদ যাচ্ছে অনেকটা স্বস্তিতে।
জামালপুর এক্সপ্রেস ট্রেনের এক যাত্রী বলেন, টিকিট সংগ্রহ করতে অনেকটা সময় লাগলেও, প্লাটফর্মে এসে ট্রেন পেতে কোনো বেগ পেতে হয়নি। নির্ধারিত সময় ৩০ মিনিটে আগে এসেও দেখলাম ট্রেন প্ল্যাটফর্মে দেওয়া আছে।
ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক শাহাদাত হোসেন জানিয়েছেন, ভোর থেকে সকাল সাড়ে দশটা পর্যন্ত ১৩টি আন্তঃনগর ট্রেন স্টেশন ছেড়ে গেছে। প্রতিটি ট্রেন নির্ধারিত সময়ে ঢাকা স্টেশন ছেড়েছে। আগের তুলনায় এখন আমাদের সেবা উন্নত হচ্ছে।