ঢাকা সোমবার, ৩১ মার্চ, ২০২৫

বাংলাদেশে ব্যাপক আকারে চীনা বিনিয়োগ আসবে : প্রেস সচিব

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৮, ২০২৫, ০৮:১১ পিএম
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, চীনের প্রেসিডেন্ট শি জিংপিনের সঙ্গে আলোচিত বিষয়ে তিস্তা প্রকল্পও অন্তর্ভুক্ত ছিল। তিনি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক আরও নতুন উচ্চতায় পৌঁছাবে।

শুক্রবার (২৮ মার্চ) বেইজিংয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের প্রেসিডেন্টের বৈঠক সম্পর্কে আলাপকালে এসব কথা জানান তিনি।  তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা দ্রুত ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে চান। চীনের বিনিয়োগের মাধ্যমে দেশে কর্মসংস্থান বৃদ্ধি হবে, যা বর্তমানে একটি গুরুত্বপূর্ণ বিষয়।

প্রেস সচিব আরও জানান, চীনের প্রেসিডেন্ট শি জিংপিনের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকটি অত্যন্ত সফল ছিল। প্রেসিডেন্ট শি যেভাবে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানিয়েছেন এবং বৈঠকের মধ্যে যে হৃদ্যতা ছিল তা সকলকে গভীরভাবে প্রভাবিত করেছে।

প্রেসিডেন্ট শি জিংপিন চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে আসার জন্য উৎসাহিত করবেন বলে জানিয়েছেন।

শফিকুল আলম বলেন, প্রেসিডেন্ট শি জিংপিন বাংলাদেশের আম ও কাঁঠাল খেয়ে তার প্রশংসা করেছেন, যা দেখে আশা করা হচ্ছে আগামী মৌসুমে চীনে আমের রফতানি শুরু হবে।