ঢাকা সোমবার, ৩১ মার্চ, ২০২৫

নিরাপত্তা না পেলে ঈদের পর কর্মসূচি: বাজুস

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৯, ২০২৫, ০৮:১৮ এএম
ছবি: সংগৃহীত

সম্প্রতি দেশের জুয়েলারি প্রতিষ্ঠানগুলোয় চুরি, ডাকাতি, ছিনতাই ও ব্যবসায়ীদের ওপর সরাসরি আক্রমণের ঘটনা বাড়ছে বলে দাবি করেছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)। সরকারের কাছে নিরাপত্তা দাবি করেছে তারা; নয়তো ১৫ এপ্রিলের পর কর্মসূচি দিবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাজুস নেতারা।

শুক্রবার (২৮ মার্চ) দুপুরে বাজুস কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

বাজুস নেতারা জানান, বাড়িতেও জুয়েলারি ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যরা নিরাপদ বোধ করছে না। 

এসব অপরাধ সংঘটিত হওয়ার সময় সন্ত্রাসীদের হাতে জুয়েলারি ব্যবসায়ী হত্যাচেষ্টার ঘটনাও বাড়ছে। আসন্ন ঈদ সামনে রেখে চুরি, ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা বাড়তে পারে বলে আশঙ্কা করছে বাজুস। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন জুয়েলারি ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা দিতে সরকারের আরো অধিকতর সহযোগিতা চায় বাজুস।

সংবাদ সম্মেলনে বাজুসের  সভাপতি গুলজার আহমেদ, সহসভাপতিদের মধ্যে এমএ হান্নান আজাদ, মো. রিপনল হাসান, মাসুদুর রহমান, জয়নাল আবেদীন খোকন, সমিত ঘোষ অপুসহ কেন্দ্রীয় কমিটির অন্য নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৬ মার্চ ভোর ৫টায় বাজুসের সহসভাপতি ও জুয়েলারিপ্রতিষ্ঠান অলংকার নিকেতনের কর্ণধার এমএ হান্নান আজাদের বাসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় ও ছদ্মবেশী ২৫-৩০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল হামলা চালায়। এ সময় তার বাসা ভাংচুর ও লুটপাট করে।