জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়বেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
রোববার (৩০ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, সোমবার সকাল সাড়ে আটটায় জাতীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন ড. মুহাম্মদ ইউনূস।
এদিন, বিকেল চারটায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন বলেও জানানো হয়েছে।
এর আগে, এবার ঈদে সুনির্দিষ্ট কোন থ্রেট নেই। তবে, সব ধরনের চ্যালেঞ্জ মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দানে ও রাজধানীর ঈদ জামাত গুলোকে কেন্দ্র করে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
শনিবার (৩০ মার্চ) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া জানিয়েছেন, রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ ৩৫ হাজার মুসল্লির নামাজের জন্য প্রস্তুত করা হয়েছে জাতীয় ঈদগাহ।
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন বলে জানান ডিএসসিস প্রশাসক।
আপনার মতামত লিখুন :