ঢাকা মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫

মিয়ানমারে গেল সেনাবাহিনীর উদ্ধারকারী দল

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ৩০, ২০২৫, ০২:৩১ পিএম
ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারে ত্রাণ সামগ্রী, রেসকিউ ও মেডিকেল টিম পাঠিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রোববার (৩০ মার্চ) দুপুর সাড়ে ১২টায় বিমান বাহিনীর ঘাঁটি কুর্মিটোলা থেকে দুটি বিমান মিয়ানমারের ইয়াংগুনের উদ্দেশ্যে রওনা দেয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সেনাবাহিনী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টার নির্দেশে বাংলাদেশ থেকে মিয়ানমারে সেনাবাহিনীর নেতৃত্বে ত্রাণ সামগ্রী হিসেবে ঔষধ, তাবু, শুকনা খাবার এবং চিকিৎসা সেবা দিতে রেসকিউ টিম ও মেডিকেল টিম পাঠানো হয়েছে। গত শুক্রবার মিয়ানমার ও থাইল্যান্ডে ৭ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এতে এখন ১৬০০ জনের প্রাণহানি ও তিন হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

ফলে মিয়ানমারের বিভিন্ন এলাকায় খাদ্য ও পানি, বাসস্থান সংকট ও চিকিৎসা সেবার অভাবে ভয়াবহ মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। প্রতিবেশী দেশের মানবিক বিপর্যয়ে বাংলাদেশ মর্মাহত এবং তাদের সহায়তা দিতে বদ্ধপরিকর। উদ্ধার কার্যক্রমের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর ২০ সদস্যের একটি বিশেষজ্ঞ অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হতে ১০ সদস্যের একটি উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়েছে।

মিয়ানমার সরকারের প্রয়োজন সাপেক্ষে পরবর্তীতে এই উদ্ধারকারী ও মেডিকেল টিমকে পাঠানো হবে বলে সেনাবাহিনীর বিজ্ঞপ্তিতে বলা হয়।