ঢাকা মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫

ঈদের বাজেট নিয়ে আলোচনায় ক্ষোভ প্রকাশ করলেন আঁখি আলমগীর

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৩০, ২০২৫, ০৩:৫১ পিএম
ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত বিষয়গুলোর মধ্যে অন্যতম ছিল ‍‍`ঈদের বাজেট‍‍` নিয়ে আলোচনা। অনেকেই মজা করে এই প্রশ্নের উত্তর দিয়েছেন, আবার কেউ কেউ এতে কষ্টও পেয়েছেন। বিষয়টি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর।

তিনি বলেন, ‘বাজেট কত, এটা প্রশ্ন হতে পারে না। আমরা দেখেছি, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই আনন্দের সঙ্গে এর উত্তর দিয়েছেন, আবার অনেকেই পেয়েছেন আঘাত, করেছেন কান্নাকাটি। পুরো বিষয়টি আমার ভালো লাগেনি। এটা বাজে একটা প্র্যাকটিস।,

এক প্রশ্নের জবাবে এই গায়িকা বলেন, ‘কারো বয়স, বেতন, সংসারের খরচ কত—এ ধরনের প্রশ্ন করা ঠিক না, বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রতিটি মানুষের নিজস্বতা আছে। ঈদ ঘিরে বেশকিছু ভিডিও ভাইরাল হয়েছে, যা আমার একদম ভালো লাগেনি। এগুলো একান্ত ব্যক্তিগত বিষয়। আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কেন জানতে চাওয়া হবে? আশা করি, ভবিষ্যতে এ ধরনের প্রশ্ন আর সামনে আসবে না।’

এছাড়া, তারকা শিল্পী আঁখি আলমগীর জানান, তিনি ছোটবেলা থেকেই ফ্যাশন সচেতন। বিশেষ করে শাড়ি পরতে তিনি খুবই পছন্দ করেন এবং বেশিরভাগ সময় শাড়িতেই দেখা যায় তাকে। এবারের ঈদও তিনি কাটাবেন ঢাকাতেই এবং পরবেন নিজের ডিজাইন করা শাড়ি।