মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫

মোংলায় দ্বিতীয় অর্থনৈতিক অঞ্চলের প্রস্তাব চীনের

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৫, ০৪:৩৭ পিএম

মোংলায় দ্বিতীয় অর্থনৈতিক অঞ্চলের প্রস্তাব চীনের

ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের ঋণ ও বিনিয়োগ বিষয়ক বিভিন্ন পরিকল্পনা চলছে। মোংলায় একটি নতুন অর্থনৈতিক অঞ্চল তৈরি করার পরিকল্পনা রয়েছে। চীন এই অঞ্চলে দ্বিতীয় অর্থনৈতিক জোন প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে। এবং তারা এতে বিনিয়োগ করতে চায়।

রোববার (৩০মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আশিক চৌধুরী জানান, প্রধান উপদেষ্টা চীন সফরে ৭৫০ মিলিয়ন ডলার ঋণের প্রস্তাব করেছেন। এর মধ্যে অর্ধেক অর্থ চট্টগ্রামে চীনা শিল্পাঞ্চল উন্নয়নের জন্য ব্যবহৃত হবে।

এছাড়া, মোংলা বন্দরের আধুনিকীকরণ প্রকল্পের সঙ্গে একটি নতুন অর্থনৈতিক অঞ্চল তৈরি করার পরিকল্পনাও রয়েছে। চীন এই অঞ্চলে দ্বিতীয় অর্থনৈতিক জোন প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে এবং তারা এতে বিনিয়োগ করতে চায় যদি বাংলাদেশ রাজি হয়।

তিনি আরও জানান, চীন থেকে ২ দশমিক ১ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি এসেছে। ঋণ নিলে দ্রুত টাকা আসে, তবে তা ফিরিয়ে দিতে হয়। কিন্তু যদি বিনিয়োগ আসে সেই অর্থ দেশের মধ্যে স্থায়ীভাবে প্রবাহিত হয়। বিনিয়োগের ফলে যে কর্মসংস্থান সৃষ্টি হবে তা ঋণ থেকে সম্ভব নয়।

চীনের এই বিনিয়োগ প্রতিশ্রুতির মধ্যে ১ বিলিয়নের বেশি সরাসরি বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে ৩০টি চীনা কোম্পানি। এই বিনিয়োগ চট্টগ্রামের আনোয়ারায় চীনা শিল্প ও অর্থনৈতিক অঞ্চল তৈরির উপর নির্ভর করছে।

তিনি বলেন, এই প্রকল্পটি ২০২২ সাল থেকে স্থগিত ছিল। তবে গত তিন মাসে এখানে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং নির্মাণ কাজ শুরু করার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। জমি অধিগ্রহণও সম্পন্ন হয়েছে।

স্বাস্থ্যসেবা বিষয়ক চীনের সাহায্য নিয়ে আশিক চৌধুরী জানান, ২৫০ মিলিয়ন ডলারের অনুদান এসেছে। যার মধ্যে ১৫০ মিলিয়ন ডলার কারিগরি সহায়তার জন্য এবং ১০০ মিলিয়ন ডলার হাসপাতাল নির্মাণের জন্য। তিনি বলেন, বাংলাদেশের স্বাস্থ্যসেবার আধুনিকীকরণের জন্য চীনের সাহায্য খুবই গুরুত্বপূর্ণ।

চীনা বিনিয়োগের গুরুত্ব সম্পর্কে আশিক চৌধুরী আরও বলেন, চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশ সম্পর্কে ধারণা সীমিত এবং চীনে বাংলাদেশ আরও বেশি বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে পারবে। তিনি জানান, গত আগস্ট থেকে মার্চ পর্যন্ত ৩৪টি চীনা কোম্পানি বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে, যার আর্থিক প্রতিশ্রুতি প্রায় ১৬০ মিলিয়ন ডলার। 

আরবি/শিতি

Link copied!