ঢাকা বুধবার, ০২ এপ্রিল, ২০২৫

সংসদ ভবনে ঈদের জামাত অনুষ্ঠিত

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ৩১, ২০২৫, ১০:৪০ এএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ মার্চ) সকাল ৮টা এই জামাত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মো. মিজানুর রহমান এনডিসি, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ সর্ব স্তরের মুসল্লীরা জামাতে অংশগ্রহণ করেন।

জামাত ও খুতবা শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সংসদ সচিবালয় মসজিদের খতিব ইমাম ক্বারী আবু রায়হান।

রোববার (৩০ মার্চ) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন,  এবার ঈদে সুনির্দিষ্ট কোন থ্রেট নেই। তবে, সব ধরনের চ্যালেঞ্জ মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দানে ও রাজধানীর ঈদ জামাত গুলোকে কেন্দ্র করে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে।