ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকা অনেকটাই ফাঁকা হয়ে গেছে। নাড়ির টানে বাড়ি ফিরতে যাত্রীদের ঢল নেমেছে উত্তরবঙ্গসহ বিভিন্ন রুটে।
সোমবার (৩১ মার্চ) ভোরে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, গত ২৪ ঘণ্টায় ৩১,৪৬৫টি গাড়ি সেতু পারাপার হয়েছে। এতে উভয় টোল প্লাজা মিলিয়ে ২ কোটি ২৫ লাখ ২৬ হাজার ৮৫০ টাকা টোল আদায় হয়েছে।
শনিবার রাত ১২টা থেকে রোববার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত যমুনা সেতু দিয়ে গাড়ি চলাচল করেছে ৩১,৪৬৫টি। এর মধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ছিল ২১,১২৬টি গাড়ি, আর উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী ছিল ১০,৩৩৯টি।
পূর্ব টোল প্লাজায় আদায় হয়েছে ১ কোটি ৪৬ লাখ ৮৮ হাজার ৬০০ টাকা। পশ্চিম টোল প্লাজায় আদায় হয়েছে ৭৮ লাখ ৩৮ হাজার ২৫০ টাকা।
প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, শুরুতে গাড়ির চাপ বেশি থাকলেও ধীরে ধীরে তা কমে এসেছে। তার মতে, আজ (৩১ মার্চ) যানবাহনের সংখ্যা আরও কমতে পারে।
প্রতিবছরের মতো এবারও ঈদযাত্রায় যমুনা সেতু দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর অন্যতম প্রধান সংযোগ স্থল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।