ঈদের দ্বিতীয় দিনেও বাড়ির ফেরার জন্য কমলাপুর রেল স্টেশনে উপস্থিত হয়েছেন ঘরমুখো মানুষ।
মঙ্গলবার (১ এপ্রিল) ভোর থেকেই রাজধানীর কমলাপুর রেল স্টেশনে এমন চিত্র দেখা গেছে ।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, আন্তঃনগর ট্রেনগুলোতে যাত্রীর চাপ মোটামুটি থাকলেও কমিউটার ট্রেনের টিকিটের জন্য উপচেপড়া ভিড় রয়েছে । যাত্রীরা টিকিটের অতিরিক্ত দাম এবং টিকিট না ছাড়ার অভিযোগ করছেন।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সব যাত্রীকে সুযোগ করে দিতে ৫টি টিকিটের চাহিদার বিপরীতে একটি সিটের টিকিট দেয়া হচ্ছে। সাথে দেয়া হচ্ছে ৪টি স্ট্যান্ডিং টিকিট।