‘আমরা আশা করছি ভুটানের প্রধানমন্ত্রী থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।’
বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিমসটেক সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।
বিমসটেক যে উদ্দেশ নিয়ে সৃষ্টি হয়েছিল এতদিনেও সে তার মূল উদ্দেশ অর্জন করতে পারেনি। এ বিষয়ে প্রেস সচিব বলেন, ড. মুহাম্মদ ইউনূস বিমসটেক এর প্রধান হওয়ার পর বিমসটেক এর উন্নয় ও পারিপার্শ্বিকভাবে কাজ করবেন।
তিনি বলে, ‘প্রধান উপদেষ্টা বলেছেন, বিমসটেক এর মাধ্যমে বাংলাদেশকে আরো সব রাষ্ট্রের সঙ্গে পরিচয় করিয়ে দেবে, বাংলাদেশের উন্নয় ও দেশের সব মানুষ যেন এর সুবিধা পায় সে দিকেও কাজ করবে।’
প্রেস সচিব বলেন, আমাদের সঙ্গে ইউএসয়ের একটি আলোচনা বৈঠক হবে। সেখানে আমরা আমাদের কথা বলব, তারাও তাদের কথা বলবে। মানে আমরা চাইছি দুই দেশই যেন এই আলোচনার মাধ্যমে জিততে পারে।
তিনি বলেন, এই আলোচনার মাধ্যমে তাদের সঙ্গে আমাদের আরো গভীর সম্পর্ক হবে। এতে করে আমরা যেমন উপকার পাবো, তারাও সেরকম পাবে বলে মনে করছি।
এর আগে বৃহস্পতিবার (৩ এপ্রিল) বৃহস্পতিবার সকাল ৯টায় বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) শীর্ষ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আপনার মতামত লিখুন :