যশোরে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী বাবা ও দুই মেয়ে নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে সদর উপজেলার পুলেরহাট এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। এসময় বিক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দেয়৷ নিহতরা হলেন খুলনা নগরীর মুজগুন্নী আবাসিক এলাকার রুবেল হোসেন (৩২), তার মেয়ে ঐশি (১০) ও তায়েবা (৪)।
দুর্ঘটনায় রুবেলের স্ত্রী জেসমিন খাতুন (২৮) গুরুতর আহত হয়েছেন। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানিয়েছেন, দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন রুবেল।
এসময় যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো ১৪-০২৫২) তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। আঘাতে তারা সড়কের ওপর ছিটকে পড়লে বাসের চাকায় পিষ্ট হয়ে দুই মেয়েসহ রুবেল ঘটনাস্থলে মারা যান। এসময় রুবেলের স্ত্রী জেসমিন গুরুতর আহত হন৷ দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়।
যশোর কোতয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, ঈদ উপলক্ষে রুবেল তার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে যশোর সদরের কৃষ্ণবাটি গ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিলেন।
ঘটনার দিন বিকেলে তারা মোটরসাইকেল করে নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। পথিমধ্যে পুলেরহাটে সড়ক দুর্ঘটনায় বাবা ও দুই মেয়ে নিহত হয়েছেন।
তাদের মৃতদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :