ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

বিমসটেক নৈশভোজ

খোশ মেজাজে খলিলুর, বিমর্ষ অজিত

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৫, ০৯:০৯ পিএম
ছবি : প্রেস সচিবের ফেসবুক থেকে নেওয়া

থাইল্যান্ডে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো অপারেশনের (বিমসটেক) আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নৈশভোজে যোগ দেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ খলিলুর রহমানও।

তার সঙ্গে একই টেবিলে বসেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) ফেসবুকে দেওয়া পোস্টে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

কয়েকটি ছবিতে দেখা যায়, টেবিলে পাশাপাশি বসে আলাপ করছেন খলিলুর রহমান ও অজিত দোভাল। কিন্তু খলিলুরকে খোশ মেজাজে দেখা গেলেও অজিতকে অনেকটাই বিমর্ষ দেখাচ্ছিল।

তবে দুজনের মধ্যে কী আলাপ হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠাকি কোনো তথ্য জানাননি প্রেস সচিব।

বিমসটেক নৈশ্যভোজে ড. ইউনূসের সঙ্গে একই টেবিলে পাশাপাশি বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দু’দেশের সরকারপ্রধানের পাশাপাশি বসা নিয়েও চলছে নানা আলোচনা। কারণ মোদির সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক হওয়ার কথা রয়েছে বিমসটেক সম্মেলনের ফাঁকেই। যদিও এ বৈঠকের দিনক্ষণ নির্দিষ্ট নয় বলে সরকারের তরফ থেকে বলা হয়েছে।