ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

এসিসির সভা প্রধান হলেন পিসিবির সভাপতি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৫, ০৯:৩১ পিএম
ছবিতে এসিসির নতুন সভাপতি মহসিন নাকভি

পিসিবি চেয়ারম্যান হিসেবে এক বছর অতিবাহিত হওয়ার পর মহসিন নাকভিকে বৃহস্পতিবার (৩ এপ্রিল) এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নতুন সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে।

এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হিসেবে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে দায়িত্ব নেন মহসিন নাকভি।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এসিসি জানিয়েছে, আগামী দুই বছর এই পদে থাকবেন মহসিন নাকভি।

এসিসি প্রেসিডেন্টের পদটি ছিল মূলত আইসিসির বর্তমান প্রধান জয় শাহর দখলে। বিসিসিআই সচিবের পদ ছেড়ে তিনি আইসিসির দায়িত্ব গ্রহণ করায় পদটি খালি হয়। সেটা গ্রহণ করেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট শাম্মি সিলভা। এবার এই দায়িত্বের জন্য মহসিন নাকভি নির্বাচিত হলেন। খবর ক্রিকবাজের।

এসিসি প্রেসিডেন্টে হওয়ার পর মহসিন নাকিভ বলেন, ‘এসিসির সভাপতিত্ব গ্রহণ করতে পেরে আমি অত্যন্ত সম্মানিত। আমি বিশ্বব্যাপী সব সদস্য বোর্ডের সাথে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া খেলা নিয়ে আমরা নতুন উদ্দ্যোগ উন্মোচন করব। এশিয়ান ক্রিকেটকে অভূতপূর্ব উচ্চতায় নিয়ে যাব।