অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন বলেছেন, ‘বিগত সময়ে এ দেশের কোনো মানুষ ভোট দিতে পারে নাই। আমরা একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে চাই।’
বৃহস্পতিবার (৩ এপ্রিল) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুরের পূর্ব পালেগ্রাম এক ঈদ পুনর্মিলনী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
হানাহানি ও জুলুম পরিহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনি আজ জুলুম করলে কালকে আপনাকেও কারো না কারো হাতে জুলুমের শিকার হতে হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইয়েদ আহসান খালিদের সভাপতিত্বে মসজিদ-মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এসএম শোয়াইবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলার ইউএনও জামশেদুল আলম, বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ।