দেশের বিভিন্ন এলাকায় তাপপ্রবাহ (হিটওয়েভ) চলছে। যেটি ৫ দিন পর্যন্ত অভ্যাহত থাকতে পারে।
এমন পরিস্থিতিতে ধানের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)। উদ্ভুত পরিস্থিতিতে ধান রক্ষায় বিশেষ সর্তক বার্তাও দিয়েছে প্রতিষ্ঠানটি।
ব্রি’র তথ্য অনুসারে, তীব্র তাপপ্রবাহের কারণে টাঙ্গাইল, রাজবাড়ী, মানিকগঞ্জ, ফরিদপুর, কুষ্টিয়া, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাগুরা, ঝিনাইদহ ও যশোর বেশি ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে রয়েছে।
এক বিজ্ঞপ্তিতে ব্রি জানায়, পাঁচ দিন (২-৬ এপ্রিল) সারা দেশের বেশির ভাগ এলাকায়; বিশেষ করে ঢাকা, রাজশাহী, রংপুর ও খুলনা জেলায় মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বিরাজ করতে পারে।
এ কারণে ধান রক্ষায় দুটি পরার্মশও দিয়েছে ব্রি।
১. এখন ধান গাছের বৃদ্ধির পর্যায় কাইচ থোড় থেকে শক্ত দানা অবস্থায় রয়েছে। ফলে তাপপ্রবাহ থেকে ধান, ফসল রক্ষার জন্য জমিতে সর্বদা ৫ থেকে ৭ সেন্টিমিটার পানি ধরে রাখতে হবে।
২. এসময় জমিতে যেন পানির ঘাটতি না হয়। এই অবস্থায় শিষ ব্লাস্ট রোগের আক্রমণ হতে পারে। রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই প্রিভেনটিভ হিসেবে বিকেল বেলা ট্রুপার ৮ গ্রাম/১০ লিটার পানি অথবা নেটিভো ৬ গ্রাম/১০ লিটার পানি ৫ শতাংশ জমিতে ৫ দিন ব্যবধানে দুবার স্প্রে করতে হবে।
আপনার মতামত লিখুন :