শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫

কমলাপুরে ট্রেনের শিডিউল বিপর্যয়

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৫, ১০:১৯ এএম

কমলাপুরে ট্রেনের শিডিউল বিপর্যয়

ছবি: সংগৃহীত

সার্ভার জটিলতায় অনলাইনে টিকিট বিক্রি বন্ধ থাকায় কমলাপুর রেলওয়ে স্টেশনে  কয়েকটি ট্রেন শিডিউল বিপর্যয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে  যাত্রীরা।

শুক্রবার (৪ এপ্রিল) সকালে কমলাপুর থেকে ছেড়ে যাওয়ার শিডিউলে থাকা বুড়িমারী এক্সপ্রেস এবং রংপুর এক্সপ্রেস ছাড়তে বিলম্ব হয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সার্ভার জটিলতায় অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি কার্যক্রম বন্ধ থাকলেও এই মুহূর্তে শুধু স্ট্যান্ডিং টিকেট দেয়া হচ্ছে।

আরবি/এসবি

Link copied!