শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫

প্রধান উপদেষ্টার এজেন্ডার শীর্ষে জাতীয় নির্বাচন

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৫, ১০:৫১ এএম

প্রধান উপদেষ্টার এজেন্ডার শীর্ষে জাতীয় নির্বাচন

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন,  অন্তর্বর্তী সরকারের এজেন্ডার শীর্ষে রয়েছে বাংলাদেশের জাতীয় নির্বাচন।

শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমসটেক সম্মেলনে দেওয়া বক্তব্যে এ কথা বলেন ড. ইউনূস। এরআগে, আগামী দুই বছরের জন্য বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব নেন ড. ইউনূস। এরপর সম্মেলনে বক্তব্য রাখেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, বিমসটেক অঞ্চলের টেকসই উন্নয়ন এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য জ্বালানি নিরাপত্তা গুরুত্বপূর্ণ।

লিখিত বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের প্রতিটি নাগরিকের সংবিধানগত অধিকার নিশ্চিত করতে, বিশেষ করে নারী, জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণের ক্ষেত্রে দৃঢ়প্রতিজ্ঞ।

বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে ধরে অধ্যাপক ইউনূস বলেন, ১৯৭১ সালে লাখ লাখ সাধারণ নারী-পুরুষ, শিশু ও যুবক একটি নৃশংস সেনাবাহিনীর বিরুদ্ধে নয় মাসব্যাপী গণহত্যায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিল।

বাংলাদেশের সরকার প্রধান বলেন, ‘আমাদের জনগণ একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত ও স্বাধীন সমাজের স্বপ্ন দেখেছিল যেখানে প্রতিটি সাধারণ মানুষ তার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে।’

ড. ইউনূস আরও বলেন, ‘দুঃখজনকভাবে, গত পনেরো বছরে আমাদের জনগণ বিশেষ করে যুবসমাজ, ক্রমাগত তাদের অধিকার ও স্বাধীনতা সংকুচিত হতে দেখেছে। তারা রাষ্ট্রের প্রায় প্রতিটি প্রতিষ্ঠানের অবক্ষয় ও নাগরিক অধিকারের অবমাননা প্রত্যক্ষ করেছে।’

রোহিঙ্গা প্রসঙ্গে ড. ইউনূস বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে উপযুক্ত পরিবেশ তৈরিতে রাখাইনে মানবিক চ্যানেল করা যেতে পারে। রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী মীমাংসা না হলে পুরো অঞ্চলে অস্থিতিশীলতা দেখা দিতে পারে।’

আজ সকাল সাড়ে ৯টার দিকে সম্মেলন কক্ষে প্রবেশ করেন বিমসটেকের সদস্য দেশের প্রতিনিধিরা। সম্মেলনের ফাঁকে থাই বিশিষ্টজনদের সঙ্গে প্রাতঃরাশে বৈঠকে মিলিত হন প্রধান উপদেষ্টা।

আজ বিমসটেক সম্মেলনের সাইডলাইনে ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে।

আরবি/শিতি

Link copied!