চলতি সপ্তাহে ঢাকায় আসছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দল। এই সফরের মাধ্যমে আইএমএফ দলটি ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের পূর্বে সরকারের বিভিন্ন দফতরের সঙ্গে বৈঠক করবে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিনিধি দলটি ৫ এপ্রিল, শনিবার ঢাকা পৌঁছাবে এবং রোববার সকালে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করবে। এর পর থেকে ৬ এপ্রিল থেকে টানা দুই সপ্তাহ আইএমএফের দলটি সরকারের বিভিন্ন দফতরের সঙ্গে বৈঠক করবে।
এই বৈঠকগুলোর মধ্যে অর্থ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগও অন্তর্ভুক্ত রয়েছে।
আইএমএফের প্রতিনিধি দল তাদের সফর শেষে ১৭ এপ্রিল একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সফরের অগ্রগতি জানাবে। তবে প্রেস ব্রিফিংয়ের আগে ১৭ এপ্রিল অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে আরো একটি বৈঠক করার কথা রয়েছে।
এই সফরের মূল উদ্দেশ্য হল, আইএমএফের ঋণ কর্মসূচির শর্তগুলির পালনের অগ্রগতি পর্যালোচনা করা এবং পরবর্তী কিস্তির অর্থ ছাড়ের প্রক্রিয়া এগিয়ে নেওয়া।
আপনার মতামত লিখুন :