ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫

ব্যাংককে প্রধান উপদেষ্টা-ভুটান প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৫, ০৫:৩০ পিএম
ছবি: সংগৃহীত

ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমসটেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এই বৈঠকটি ৪ এপ্রিল শুক্রবার অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, এর আগে অধ্যাপক ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গেও বৈঠক করেছেন।

বৈঠকের পরপরই, থাইল্যান্ডের সামাজিক উন্নয়ন ও মানব নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ভারাওয়াত সিল্পা-আর্চা এবং প্রধানমন্ত্রী কার্যালয় সংশ্লিষ্ট মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাইও অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।

এই বৈঠকগুলোর মাধ্যমে বিমসটেক অঞ্চলের দেশগুলোর মধ্যে সম্পর্ক আরও মজবুত এবং সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।