ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫

ভিসা সহজীকরণসহ থাই প্রধানমন্ত্রীর কাছে যেসব আহ্বান রাখলেন প্রধান উপদেষ্টা

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৫, ১১:১১ পিএম
ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস- ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেইজ থেকে নেওয়া

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ওই বৈঠকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা পদ্ধতি সহজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

শুক্রবার (৪ এপ্রিল) ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের বিষয়ে এক ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টা লিখেছেন, বৈঠকে তিনি ভিসা পদ্ধতি সহজ করার বিষয়ে কথা বলেছেন।

‘প্রয়োজন অনুযায়ী ভিসা প্রদানের ক্ষমতা ঢাকার থাই দূতাবাসের নেই। ফলে দীর্ঘ বিলম্ব এবং থাইল্যান্ড ভ্রমণের জন্য বাংলাদেশিদের ভিসা পেতে দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকতে হয়। বিশেষ করে থাইল্যান্ডে চিকিৎসা নিতে আসা বাংলাদেশিরা বেশি এই সমস্যার সম্মুখীন হোন’ বলে জানান ড. ইউনূস।

প্রতিউত্তরে বিষয়টি ‘দেখবেন’ বলে জানিয়েছেন থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা।

 

এছাড়াও দ্বিপাক্ষিক বৈঠকে প্রধান উপদেষ্টা দুই দেশের মধ্যে বাণিজ্য, নৌ-পরিবহন ও সামুদ্রিক সম্পর্ক এবং বিমান যোগাযোগ সম্প্রসারণেরও আহ্বান জানান।

অধ্যাপক ইউনূস বলেন, ‘চট্টগ্রাম থেকে ফ্লাইট চালু হলে বাংলাদেশ ও থাইল্যান্ড ভ্রমণের সময় কমে যাবে। এ সময় তিনি এক দশকেরও বেশি আগে চট্টগ্রাম এবং থাই রিসোর্ট শহর চিয়াং মাইয়ের মধ্যে ফ্লাইট চালুর সময় এয়ার এশিয়ার প্রভাবের কথা স্মরণ করেন।’

এ সময় থাই প্রধানমন্ত্রী বিমসটেকের সভাপতিত্ব গ্রহণের জন্য অধ্যাপক ইউনূসকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘আঞ্চলিক অবস্থানে নতুন গতিশীলতা আনবেন ড. ইউনূস।’

বৈঠকে থাই কোম্পানিগুলোকে আগামী সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিতব্য বিনিয়োগ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা।

এছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির সুবিধার্থে দুই দেশের মধ্যে রেল, সড়ক, সামুদ্রিক এবং বিমান যোগাযোগ উন্নত করার গুরুত্বও তুলে ধরেন।

তিনি জানান, ‘শর্ত সাপেক্ষে থাইল্যান্ড, ভারত ও মিয়ানমারকে নিয়ে ত্রিপক্ষীয় হাইওয়ে প্রকল্পে অংশ নিতে চায় বাংলাদেশ।’

এছাড়া উভয় দেশ যত তাড়াতাড়ি সম্ভব একটি দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) জন্য একটি যৌথ সম্ভাব্যতা যাচাই শুরুর প্রস্তাব দেন প্রধান উপদেষ্টা।