বিমসটেক শীর্ষ সম্মেলন উপলক্ষ্যে থাইল্যান্ডে দুই দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (৪ এপ্রিল) রাতে তিনি দেশে ফিরেন।
বিমানবন্দর সূত্র জানায়, বাংলাদেশ সময় আনুমানিক রাত ১০টা ৫ মিনিটে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এরআগে বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে গত ৩ এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশে রওনা হয়েছিলেন ড. ইউনূস।
সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা পার্শ্ববর্তী দেশগুলোর সরকার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেন।
ব্যাংককের এই শীর্ষ সম্মেলনে আগামী দুই বছরের জন্য বিমসটেকের চেয়ারের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ।
সম্মেলনের শেষ দিন বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বা বিমসটেক হচ্ছে একটি আঞ্চলিক সংগঠন, যা দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সাতটি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত।
দেশগুলো হলো—বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।
আপনার মতামত লিখুন :