ময়মনসিংহে যাত্রীবাহী বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনা চালকসহ আহত আরও সাতজন। ঘটনার পর উত্তেজিত জনতা ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে রাখে।
শুক্রবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহ নগরের চুরখাই এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জেলার হালুয়াঘাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোনার বাংলা পরিবহনের একটি বাস চুরখাই বাজার এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন থেকে চাপা দেয়।
এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই এক নারী নিহত হন।
এ সময় চালক-যাত্রীসহ সাতজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তেজিত জনতা বাসটিতে ভাংচুর চালিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের দু’পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. শফিকুল ইসলাম খান বলেন, ঢাকাগামী যাত্রীবাহী বাস একই লেনে থাকা অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে এক নারী নিহত হন। তার পরিচয় শনাক্ত হয়নি।
আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। জনতা সড়ক অবরোধ করে রেখেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।