শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫

ফের ট্রেনের শিডিউল বিপর্যয়

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৫, ১০:১৭ এএম

ফের ট্রেনের শিডিউল বিপর্যয়

ছবি: সংগৃহীত

রাজধানী থেকে আজও শিডিউল বিপর্যয়ের শিকার হয়েছে লালমনিরহাটগামী আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস (৮০৯) এবং রংপুরগামী রংপুর এক্সপ্রেস (৭৭১) ট্রেন। ফলে ভোগান্তির শিকার হয়েছেন ট্রেন দুটির অসংখ্য যাত্রী।

শনিবার (৫ এপ্রিল) কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।

স্টেশন সূত্রে জানা গেছে, বুড়িমারী এক্সপ্রেস (৮০৯) ট্রেন ঢাকা থেকে নিয়মিত সকাল সাড়ে ৮টায় লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। অন্যদিকে রংপুর এক্সপ্রেস ট্রেন নিয়মিত সকাল ৯টা ১০ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে রংপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে স্টেশনের শিডিউল বোর্ডে বুড়িমারী এক্সপ্রেসকে সাড়ে ৮টার পরিবর্তে সম্ভাব্য সময় দেওয়া হয়েছে সকাল ১০টা ২০ মিনিটে। অন্যদিকে রংপুর এক্সপ্রেসকে ৯টা ১০ মিনিটের পরিবর্তে সম্ভাব্য সময় দেওয়া হয়েছে সকাল ৯টা ৫০ মিনিটে। লালমনিরহাটগামী আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস (৮০৯) এবং রংপুরগামী রংপুর এক্সপ্রেস (৭৭১) ট্রেন বিলম্বের শিকার হয়েছে। ফলে ট্রেন দুটির অসংখ্য যাত্রী প্ল্যাটফর্ম এলাকায় অপেক্ষাধীন।

আরও জানা গেছে, বুড়িমারী এক্সপ্রেস (৮০৯) ট্রেন ঢাকা থেকে নিয়মিত সকাল সাড়ে ৮টায় লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। অন্যদিকে রংপুর এক্সপ্রেস ট্রেন নিয়মিত সকাল ৯টা ১০ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে রংপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে স্টেশনের শিডিউল বোর্ডে বুড়িমারী এক্সপ্রেসকে সাড়ে ৮টার পরিবর্তে সম্ভাব্য সময় দেওয়া হয়েছে সকাল ১০টা ২০ মিনিটে। অন্যদিকে রংপুর এক্সপ্রেসকে ৯টা ১০ মিনিটের পরিবর্তে সম্ভাব্য সময় দেওয়া হয়েছে সকাল ৯টা ৫০ মিনিটে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, বুড়িমারী এক্সপ্রেস টাঙ্গাইলের মহেরা স্টেশন পার হয়ে বর্তমানে ঢাকার দিকে আসছে। অন্যদিকে রংপুর এক্সপ্রেস ট্রেন বর্তমানে ঢাকায় আছে।

আরবি/এসবি

Link copied!