ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫

যুব‌ককে গণ‌ধোলাই দি‌য়ে চোখ তুলে নিলো জনতা

বোরহানউদ্দিন (ভোলা) প্রতি‌নি‌ধি
প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৫, ১১:৩০ এএম
প্রতীকী ছবি

ভোলায় মো. হাসান না‌মে এক যুবক‌কে গণ‌ধোলাই দি‌য়ে চোখ তু‌লে দি‌য়ে‌ছে স্থানীয় উত্তেজিত জনতা। হাসান ভোলার বোরহানউদ্দিন উপ‌জেলার দেউলা ইউনিয়‌নের ৪ নম্বর ওয়া‌র্ড গ্রা‌মের মো. রতন মা‌ঝি ছে‌লে। তা‌কে ভোলার বোরহানউদ্দির উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

শুক্রবার রাত আনুমা‌নিক ৯টার দি‌কে উপ‌জেলার দেউলা ইউনিয়‌নের ঝিটকা বাজা‌রে এ ঘটনা ঘ‌টে।

স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জের ধ‌রে শুক্রবার রাতে হাসান স্থানীয় এক যুবক‌কে ধারা‌লো অস্ত্র দি‌য়ে কোপ দেন। ওই সময় তা‌কে বাঁচা‌তে স্থানীয় ক‌য়েকজন আস‌লে তা‌দের উপরও চড়াও হয়ে মারধর ক‌রে সে। এতে ক্ষিপ্ত হ‌য়ে স্থানীয়রা হাসান‌কে আটক ক‌রে গণ‌ধোলাই দি‌য়ে চে‌া‌খে আঘাত ক‌রেন। প‌রে আহত অবস্থায় তা‌কে পু‌লি‌শের হা‌তে তু‌লে দেন। ত‌বে স্থানীয়‌দের দাবী হাসান একজন বখা‌টে যুবক। সে ওই এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড কর‌তো। এতে তার প্রতি অ‌তিষ্ঠ ছি‌লো এলাকাবাসীরা।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত এসআই অসীম কুমার জানান, খবর পে‌য়ে তারা ঝিটকা বাজার থে‌কে আহত অবস্থায় হাসান‌কে উদ্ধার ক‌রে বোরহানউদ্দিন উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি ক‌রেন। ত‌বে পু‌রো বিষয়‌টি তদন্ত চল‌ছে ব‌লে জানান তি‌নি।