আল্লাহ, প্রভূ আমার, কবে হবে এর বিচার! কবে হবে এই নারকীয়তার অবসান! শনিবার (৫ এপ্রিল) নিজের ফেসবুকে দেওয়া এক ভিডিও পোস্টে এমন মন্তব্য করেছেন অন্তবর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।
ইসরায়েল গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভঙ্গ করার পর থেকে ফিলিস্তিনের গাজায় প্রতিদিন নারকীয় হত্যাকাণ্ডে শত শত নিরীহ নারী, শিশু হত্যা করছে।
সর্বশেষ গতকাল শুক্রবার ভোরে ইসরায়েলি হামলায় অন্তত ৩৮ জন নিহত হন। গাজা সিটির আল–আহলি হাসপাতালে আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য আর কোনো জায়গা অবশিষ্ট নেই বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সেখানে গত ২৪ ঘণ্টায় ৮৬ জন নিহত ও ২৮৭ জন আহত হন।