পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের ছুটি শেষে আজ রোববার (৬ এপ্রিল) থেকে খুলছে সরকারি অফিস। আজ থেকে পূর্বের নিয়মে, অর্থাৎ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস চলবে।
এর আগে গত ২৮ মার্চ থেকে গতকাল শনিবার (৫ এপ্রিল) পর্যন্ত সরকারি চাকরিজীবীরা ছুটিতে ছিলেন।
গত ৩১ মার্চ উদযাপিত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদের আনন্দ পরিবারের সদস্যদের সঙ্গে ভাগাভাগি করতে রেল, সড়ক এবং নৌপথে অসংখ্য মানুষ ঢাকা থেকে গ্রামে চলে যান। তবে ছুটি শেষে কর্মজীবী মানুষ ঢাকা ফিরতে শুরু করেছেন। দীর্ঘ ছুটির কারণে বেশিরভাগ সরকারি কর্মকর্তা-কর্মচারী গতকালই ঢাকা ফিরে এসেছেন। ঢাকার লঞ্চ, রেল এবং বাসস্টেশনগুলোতে কর্মস্থলে ফেরার মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। একসঙ্গে অনেক যাত্রী ফিরতে থাকায় রাজধানীতে গণপরিবহন সংকট দেখা দেয়, বিশেষ করে সদরঘাটে লঞ্চে ফেরত আসা মানুষের দুর্ভোগ ছিল বেশি।
রোজা ও ঈদের ছুটি শেষে সরকারি অফিস, আদালত এবং ব্যাংক পূর্বের নিয়মে কাজ শুরু করবে। রমজান মাসে অফিসের সময় নির্ধারিত ছিল সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। তবে আজ থেকে তা আগের মতো, অর্থাৎ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস চলবে। উচ্চ আদালত, নিম্ন আদালত, ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলোও পূর্বের সময়সূচি অনুযায়ী চলবে।
প্রসঙ্গত, ঈদের আগে ২৮ মার্চ (শুক্রবার) ছিল শবেকদরের ছুটি। এবার ২৯ মার্চ (শনিবার) থেকে শুরু হয় ঈদুল ফিতরের ছুটি, টানা পাঁচ দিনের ছুটি (২৯, ৩০, ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল) ছিল ২ এপ্রিল পর্যন্ত। এরপর মাঝখানে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা ছিল, সেদিনও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে সরকার। এরপর আবার ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) দুই দিনের সাপ্তাহিক ছুটি।
আপনার মতামত লিখুন :