‘অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জীবদ্দশায় যেন দেশে কোনো নির্বাচন না হয়।’ একজন ইসলামী বক্তার এমন দোয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওটিতে দেখা যায়, রফিকুল্লাহ আফসারী নামের ওই বক্তা দুই হাত তুলে মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, ‘আল্লাহ, ড. ইউনূস সাহেবের জীবদ্দশায় বাংলার জমিনে নির্বাচন দিও না। এই নিয়ামত তুমি আমাদের দিয়েছো, এই নিয়ামত তুমি ছিনায়ে নিও না। আল্লাহ তাকে নেক হায়াত দিও।’
বক্তার এই মন্তব্যকে ঘিরে এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেসসচিব শফিকুল আলম ভিডিওটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন। তবে তিনি জানিয়েছেন, ওই বক্তার বক্তব্যের সঙ্গে একমত নন তিনি।
তিনি স্পষ্ট করে লেখেন- ‘না, অন্তর্বর্তী সরকার এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন করবে।’