বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে হঠাৎ করে ৩৭ শতাংশ শুল্ক আরোপের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে পোশাক শিল্পের সংগঠন বিজিএমইএ। এ পরিস্থিতিতে মার্কিন ক্রেতা, ব্র্যান্ড, খুচরা বিক্রেতা ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের উদ্দেশে একটি খোলা চিঠি দিয়েছেন সংগঠনের প্রশাসক মো. আনোয়ার হোসেন।
গতকাল রোববার (০৬ এপ্রিল) এই চিঠি প্রকাশ করা হয়।
চিঠিতে বলা হয়, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের অন্যতম প্রধান গন্তব্য মার্কিন বাজার। দেশের মোট পোশাক রপ্তানির প্রায় এক-পঞ্চমাংশ যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়। ফলে এই উচ্চহারে শুল্ক আরোপ বাংলাদেশি রপ্তানিকারকদের পাশাপাশি মার্কিন ক্রেতা প্রতিষ্ঠানগুলোর মাঝেও উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি করেছে।
বিজিএমইএ মনে করে, এই শুল্ক পরিস্থিতি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের উভয় পক্ষের জন্যই একটি অপ্রত্যাশিত ও চ্যালেঞ্জিং বাস্তবতা তৈরি করেছে। এতে মার্কিন ব্র্যান্ড ও খুচরা বিক্রেতারা তাদের ব্যয় কাঠামো, সরবরাহ চেইন ও দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা নিয়ে জটিলতায় পড়েছেন।
চিঠিতে বলা হয়, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বাংলাদেশের সরকার ও বেসরকারি খাত। আন্তর্জাতিক ব্র্যান্ড ও খুচরা বিক্রেতাদের অনেকেই ইতোমধ্যে তাদের স্থানীয় অংশীদারদের সঙ্গে এ বিষয়ে আলোচনা শুরু করেছেন। তবে বর্তমান পরিস্থিতিতে অংশীদারদের প্রতি ধৈর্য ও সহযোগিতার অনুরোধ জানানো হয়েছে।
বিজিএমইএ আশাবাদ ব্যক্ত করেছে, দীর্ঘদিনের পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্কের ভিত্তিতে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব। ক্রেতাদের পক্ষ থেকে যেকোনো পরামর্শ, মতামত ও গঠনমূলক আলোচনার জন্য প্রস্তুতির কথাও চিঠিতে জানানো হয়।
চিঠির মূল বার্তা হলো, এটি কেবল একটি অর্থনৈতিক সম্পর্ক নয়, বরং একটি মানবিক, সামাজিক ও টেকসই অংশীদারিত্ব, যা সম্মিলিতভাবে এই সংকট মোকাবিলায় শক্ত ভিত্তি হয়ে উঠতে পারে।
আপনার মতামত লিখুন :