ঢাকা সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫

ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দিলেন ইলিয়াস কাঞ্চন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫, ০৫:৩৮ পিএম
জাতীয় প্রেসক্লাবের সামনে গণশক্তি সভা আয়োজিত প্রতিবাদ সমাবেশে ইলিয়াস কাঞ্চন

ফিলিস্তিনে বর্বর গণহত্যার প্রতিবাদে ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দিয়েছেন নিরাপদ সড়ক চাই’র (নিসচা) প্রতিষ্টাতা ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। সোমবার (৭ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে গণশক্তি সভা আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে এই আহ্বান জানান তিনি।

ইলিয়াস কাঞ্চন ইসরায়েলি বর্বরতার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘গাজায় যে নৃশংসতা চলছে তা মানবতার বিরুদ্ধে চরম অপরাধ। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা আমাদের গভীরভাবে হতাশ করেছে।’

তিনি সকল মুসলিম দেশকে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেয়ার আহ্বান জানিয়ে ওআইসি’কে ঘুমিয়ে না থেকে কার্যকর ভূমিকায় অবতীর্ণ হওয়ার উপর গুরুত্বারোপ করেন। সেইসাথে তিনি জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান যেন তারা অবিলম্বে ফিলিস্তিনে যুদ্ধবিরতি নিশ্চিত ও মানবিক সহায়তা পৌঁছানোর উদ্যোগ গ্রহণ করে।

এ সময় নিসচা’র চেয়ারম্যান সকল ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দিয়ে বলেন, ‘ফিলিস্তিন জাতি আবার ঘুরে দাঁড়াবে, ইনশাআল্লাহ। গাজার জয় হবেই হবে। যতদিন এই পৃথিবী থাকবে ততদিন ওই ইসলামের ভূমি ধ্বংস করা যাবে না। দরকার পুরো মুসলিম বিশ্বের এক হওয়া এবং বর্বর ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা। খুব বেশি দিন নয় ইসরায়েল ধ্বংস হয়ে যাবে।’

সারাদেশে শিক্ষার্থীদের পালিত কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে তিনি বলেন, আমি রাজপথে নেমেছি। আমি থাকবো। শিক্ষার্থীরা যখনই ডাকবে আমাকে পাশে পাবে। আবারও তিনি ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে দৃঢ় অবস্থান ব্যক্ত করে সকল মুসলিম শক্তির ঐক্যের আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী গোলাম সারওয়ার মিলন, সাবেক উপমন্ত্রী রফিকুল হক হাফিজ, নিসচা’র ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ, যুগ্ম মহাসচিব গনি মিয়া বাবুল প্রমুখ। উপস্থিত ছিলেন নিসচার সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান।