ঢাকা সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫

গাজায় ইসরায়েলি বর্বরতার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫, ০৫:৪৭ পিএম
পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোগো

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহত গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

একই সঙ্গে ইসরায়েলকে অবিলম্বে সকল সামরিক অভিযান বন্ধ করার দাবিও জানান।

সোমবার (৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘গত মাসে একতরফা যুদ্ধবিরতি ভঙ্গ করার পর থেকে ইসরায়েলের চলমান সামরিক আক্রমণে বহু প্যালেস্টাইনি, বিশেষ করে নারী ও শিশু নিহত হয়েছে এবং গাজার মানবিক সাহায্য প্রবাহে বাধা সৃষ্টি হওয়ায় একটি মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। স্পষ্টতই, ইসরায়েল বারংবার আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে একটি ভয়াবহ হত্যাযজ্ঞ চালাচ্ছে।’

‘বাংলাদেশ সরকার গাজার ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় ইসরায়েলি দখলদার বাহিনীর অযৌক্তিক আকাশপথে হামলার তীব্র নিন্দা জানায়, যা নিরস্ত্র প্যালেস্টাইনি জনগণের বিরুদ্ধে জাতিগত নির্মূলকরণের উদ্দেশ্যে করা হচ্ছে। বাংলাদেশ সরকার ইসরায়েলকে অবিলম্বে সকল সামরিক অভিযান বন্ধ করতে, সর্বাধিক সংযম প্রদর্শন করতে এবং আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে তার দায়বদ্ধতা মেনে চলতে দাবি জানায়।’

 

বিবৃতিতে আরও বলা হয়, ‘বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে, বিশেষ করে জাতিসংঘের কাছে আহ্বান জানাচ্ছে, যাতে তারা নৈতিক এবং আইনগত দায়িত্ব পালন করে এবং দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করে, যাতে একটি নিরশর্ত যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয় এবং গাজার সশস্ত্র সংঘাত বন্ধ হয়ে সেখানকার জনগণের জীবন রক্ষা করা যায় এবং মানবিক সাহায্য অবাধে প্রবাহিত হতে পারে।’

‘পররাষ্ট্র মন্ত্রণালয় পুনর্ব্যক্ত করে যে, বাংলাদেশ সরকার প্যালেস্টাইনি জনগণের সকল ন্যায্য অধিকার, তাদের আত্মনির্ধারণের অধিকার এবং পূর্ব-১৯৬৭ সীমান্তভিত্তিক একটি স্বাধীন ও সার্বভৌম প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে দৃঢ় সমর্থন জানাচ্ছে, যেখানে পূর্ব জেরুজালেম তার রাজধানী হবে।’

বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ সরকার মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির জন্য আবারও আলোচনা টেবিলে ফিরে যাওয়ার প্রয়োজনীয়তার কথা পুনরায় উল্লেখ করেছে, যা আঞ্চলিক এবং বৈশ্বিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সকল সংশ্লিষ্ট পক্ষের কাছে আহ্বান জানাচ্ছে, যেন তারা কূটনীতি ও সংলাপের পথে অগ্রসর হয় এবং প্যালেস্টাইনি জনগণের উপর চলমান সহিংসতা ও কষ্টের অবসান ঘটায়।’

‘বাংলাদেশ আন্তর্জাতিক আইনের, জাতিসংঘের প্রস্তাব এবং প্যালেস্টাইনি জনগণের শান্তি, মর্যাদা এবং ন্যায়বিচারের জন্য আকাঙ্ক্ষার ভিত্তিতে একটি দুই রাষ্ট্র সমাধান প্রতিষ্ঠায় বিশ্বের সকল সম্প্রদায়কে কাজ করতে অনুরোধ জানিয়ে দৃঢ় ও অটল অবস্থান নিয়ে থাকবে।’