সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫

নাসার সঙ্গে সম্ভাব্য চুক্তির পথে বাংলাদেশ

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫, ০৬:৩১ পিএম

নাসার সঙ্গে সম্ভাব্য চুক্তির পথে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

বহুল প্রতীক্ষিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫ শুরু হয়েছে আজ। বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলন চলবে চার দিনব্যাপী। যেখানে ৫০টিরও বেশি দেশ থেকে আসা ৫৫০ জনের বেশি উচ্চপর্যায়ের বিনিয়োগকারী ও প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।  

সামিট ঘিরে সবচেয়ে আলোচিত বিষয় হলো মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে সম্ভাব্য একটি চুক্তি। বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানিয়েছেন, সম্মেলনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত এবং এ সম্মেলনের মধ্য দিয়েই মহাকাশ গবেষণায় বাংলাদেশের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।

সামিটে বিভিন্ন সমঝোতা স্মারক  এবং বিনিয়োগ সংক্রান্ত একাধিক চুক্তি স্বাক্ষর হতে পারে।

পাশাপাশি, সম্মেলনের সময় পাঁচটি পুরস্কার দেওয়া হবে— স্থানীয় ও বিদেশি বিনিয়োগ, পরিবেশগত, সামাজিক ও সুশাসন উদ্যোগ এবং উদ্ভাবনী কর্মকাণ্ডে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ।

এছাড়াও, বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখার জন্য একজন বিদেশি বিনিয়োগকারীকে সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হবে।

স্থানসংকটের কারণে অনেক দেশীয় অংশগ্রহণকারী নিবন্ধন করতে না পারলেও আন্তর্জাতিক অংশগ্রহণকারী ও প্রবাসী বাংলাদেশিদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।

তবে, সকলের জন্য উন্মুক্ত থাকবে সামিটের সরাসরি সম্প্রচার। যা দেখা যাবে ফেসবুক ও ইউটিউব-এ।

একটি মিডিয়া কর্নার রাখা হয়েছে, যেখানে বিদেশি বিনিয়োগকারীরা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।

 

আরবি/শিতি

Link copied!