ঢাকা মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাল সাবেক মহাপরিদর্শক আব্দুল মান্নান

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫, ০৮:১৯ পিএম
সাবেক মহাপরিদর্শক নিবন্ধন পরিদফতর খান মো. আব্দুল মান্নান। ছবি: সংগৃহীত

কিছু সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ‘সম্পদের পাহাড়’ গড়ার অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন সাবেক মহাপরিদর্শক নিবন্ধন পরিদফতর খান মো. আব্দুল মান্নান।

প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, ‘যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।’

সংবাদে বলা হয়েছে, ‘উত্তরা সেক্টর ১০, রোড ১৩-এর ৬২/সি ও সেক্টর ৩, রোড নম্বর ৮, প্লট ৯-এর মালিক তিনি।”-এই তথ্যগুলো উদ্দেশ্যপ্রণোদিত ও বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। উক্ত প্লট গুলোতে আমার কোন সম্পৃক্ততা নেই। যথাক্রমে উক্ত প্লটগুলোর মালিক ৬২/সি  প্লট, আলী  হোসেন ও হান্নান খান এবং ৯ প্লট জিয়াউল হক।’

প্রতিবাদ লিপিতে আব্দুল মান্নান বলেন, ‘আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, এ ধরনের তথ্য প্রচারের মাধ্যমে আমার ব্যক্তিগত সুনাম, পারিবারিক মর্যাদা এবং পেশাগত অর্জনকে কলুষিত করার চেষ্টা করা হয়েছে।’

‘এই মিথ্যা সংবাদ ও অপপ্রচারের বিরুদ্ধে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট গণমাধ্যম ও প্রচারকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে তথ্যসূত্রসহ প্রমাণ প্রকাশ অথবা সংবাদ প্রত্যাহার করে দুঃখপ্রকাশ করার আহ্বান জানাচ্ছি। অন্যথায়, আমি মানহানি ও তথ্যপ্রযুক্তি আইনের আওতায় যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য থাকব।’