মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫

ইন্টারনেটকে নাগরিকের মৌলিক অধিকারের স্বীকৃতি দিবে বাংলাদেশ

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫, ১০:৩৩ পিএম

ইন্টারনেটকে নাগরিকের মৌলিক অধিকারের স্বীকৃতি দিবে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শিগগিরই ইন্টারনেটকে নাগরিকের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (০৭) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান।

এছাড়াও এদিন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার পোস্টে লিখেছেন, ডিজিটাল বৈষম্যের অবসান! এবার ইন্টারনেট হবে সবার অধিকার—সংযুক্ত বাংলাদেশের দিকে এক সাহসী পদক্ষেপ।

এই উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ যেখানে ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হবে।

আরবি/শিতি

Link copied!