দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ভারতের পশ্চিম দিকে এবং পরে উত্তর দিকে অগ্রসর হচ্ছে।
ফলে আগামী কয়েকদিন ঢাকাসহ ৬টি বিভাগে অস্থায়ী দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়াও দেশের অন্যত্র অস্থায়ী আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুস্ক থাকতে পারে।
সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় আবহাওয়া অধিপ্তরের পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, চলতি এপ্রিল মাসে ১ থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যারমধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড় রূপ নিতে পারে।
ফলে সাগরে সৃষ্টি লঘুচাপটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালকের পক্ষ থেকে সোমবার আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে আরও বলা হয়েছে, বর্তমানে ৮ জেলায় মৃদু তাপপ্রবাহ চলমান আছে।
এসব জেলাগুলো হল- ফরিদপুর, মাদারিপুর, যশোর, নোয়াখালী, ফেনী, চট্রগ্রাম, বান্দরবান ও রাঙ্গামাটি।
তবে সোমবার সন্ধ্যা পরবর্তী ২৪ ঘণ্টায় কিছু জেলার তাপমাত্রা প্রসমিত হতে পারে।
আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার (৮ এপ্রিল) সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এরপর বুধবার (৯ এপ্রিল) দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এছাড়া আগামী বৃহস্পতিবার (১০ এপ্রিল) দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আর এর পরদিন শুক্রবার (১১ এপ্রিল) দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আপনার মতামত লিখুন :