মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষেরই বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান উপদেষ্টা।
সংস্কৃতি উপদেষ্টা বলেন, পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার নাম কী থাকবে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় সবার সাথে আলাপ করছে। ১০ এপ্রিল সংবাদ সম্মেলন করে তারা তাদের সিদ্ধান্ত জানাবে।
তিনি বলেন, ইতোপূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ নিয়ে এক বৈঠক শেষে আমাকে ‘মিস কোড’ করা হয়েছে যে, নাম মঙ্গল শোভাযাত্রাই থাকবে।
উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত নাম অপরিবর্তিত রাখা বা পরিবর্তন করার সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যেহেতু তারা এই শোভাযাত্রার আয়োজন করে।
এর আগে, অবশ্য গত ২৩ মার্চ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন সংস্কৃতি উপদেষ্টা। সচিবালয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এ নিয়ে মন্তব্য করেন। পরে এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়।