স্থানীয় নির্বাচন নিয়ে এখন ভাবছে না নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
বুধবার (৯ এপ্রিল) এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, প্রবাসীদের ভোট নিতে পোস্টাল ব্যালট, অনলাইন ও প্রক্সি ভোটিংয়ের বিষয়ে ভাবছে কমিশন৷ তবে এ ধরনের ভোটের ট্রায়ালের আগেই আটটি ধাপ পার করতে হবে। তবে তিন পদ্ধতিরই সবলতা ও দুর্বলতা আছে।
ইসি বলেন, আগামী ১০-১২ দিনের মধ্যে পদ্ধতিগুলো বিশ্লেষণ করে দুর্বলতা কাটাতে কমিটি কাজ করবে। এরপর বিভিন্ন স্টেকহোল্ডারদের মাঝে উপস্থাপন করা হবে। প্রবাসীদের ভোটে যুক্ত করতে কোনো একটি পদ্ধতিতে নয়, মিশ্র পদ্ধতি বা তিনটি পদ্ধতিই নিয়ে আসব। ভোট দিতে চাইলে প্রবাসীদের রেজিস্ট্রেশন করতে হবে।