ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

বিনিয়োগ হলে দেশে চাকরির বন্যা বয়ে যাবে: প্রেস সচিব

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৫, ০২:০৩ পিএম
ছবি: সংগৃহীত

বিদেশি বিনিয়োগ হলে বাংলাদেশে জবের বন্যা বয়ে যাবে বলে আশা করছেন প্রেস সচিব শফিকুল আলম। সম্প্রতি বাংলাদেশের একটি গণমাধ্যমের অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, প্রফেসর ইউনূস বারবার বলেছেন যে, বাংলাদেশে চাকরির বাজার  তৈরি করতে হলে আমাদের জন্য ব্যাপক পরিমাণে বিদেশি সরাসরি বিনিয়োগ (এফডিআই) প্রয়োজন। আর এর জন্য আমাদের বিভিন্ন জায়গায় যেতে হবে, দরজায় দরজায় গিয়ে বলতে হবে, ‘আমরা প্রস্তুত, আসুন, বিনিয়োগ করুন।’ এজন্য তিনি যেখানেই যান এই বার্তা প্রচার করেন। চীন, যুক্তরাষ্ট্র, নিউইয়র্ক, ডাবলিন- যেখানেই যাক, তার মূল লক্ষ্য হলো বাংলাদেশকে একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে উপস্থাপন করা এবং বিনিয়োগে আহ্বান করা। আর এমনটা যদি হয় তাহলে বাংলাদেশে জবের বন্যা বয়ে যাবে।

প্রেস সচিব সতর্ক করে বলেন, চাকরি হওয়া উচিত মানসম্মত, কোনো অকার্যকর চাকরি নয়। এর জন্য আমাদেরপরিকাঠামো এবং লজিস্টিক সাপোর্ট আরও শক্তিশালী করতে হবে। একটি কার্যকর পোর্ট, উন্নত অবকাঠামো এবং ভালো লজিস্টিক সাপোর্টের মাধ্যমে আমরা এই লক্ষ্য অর্জন করতে পারি।

শফিকুল আলম বলেন, বাংলাদেশের উন্নতির জন্য শুধু সরকারের একার কাজ নয়, এটা সবার কাজ। আমাদের সবার উচিত বাংলাদেশের প্রতি ইতিবাচক বার্তা পৌঁছানো, যাতে আন্তর্জাতিকভাবে বিনিয়োগের পরিবেশ তৈরি হয়। এটা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। আমরা চাই আমাদের ছেলে-মেয়েরা দেশের ভেতরে থেকে ভালো চাকরি করুক, দেশের উন্নতিতে অবদান রাখুক।

এ সময় তিনি আরও বলেন, আমরা এখন একটি গুরুত্বপূর্ণ সময় পার করছি। ইতিমধ্যে আমরা ৮ মাসের মতো একটি স্থিতিশীল জায়গায় পৌঁছেছি, এবং আমরা আরও ভালো অবস্থানে যেতে চাই, যাতে আমাদের গল্প পৃথিবীজুড়ে ছড়িয়ে যায়।