ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

শিক্ষার মানোন্নয়নে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের নতুন উদ্যোগ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৫, ০৪:২৮ পিএম
ছবি: সংগৃহীত

ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে দেশপ্রেমিক আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলতে দেশব্যাপী ‘নৈতিক শিক্ষা উন্নয়ন’ বাস্তবায়ন কর্মসূচী হাতে নিয়েছে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট।

আজ বুধবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট মিলনায়তনে এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. শফিউল আজম। এছাড়া এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক অধ্যক্ষ নুরে আলম তালুকদার।

এছাড়া ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান ড. আব্দুল লতিফ মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপসচিব সৈয়দ হাবিবুর রহমান, গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব মোঃ জাকির হোসেন, ট্রাস্ট মডেল একাডেমির ভাইস প্রিন্সিপাল মোস্তাকীমা ইসলাম মীম, সিনিয়র শিক্ষক মোঃ আলমগীর কবির এবং সালমা সুলতানা প্রমূখ।