মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের আশপাশে একটি মুক্ত বাণিজ্য অঞ্চল (ফ্রি ট্রেড জোন) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। চীন ও সংযুক্ত আরব আমিরাতের মতো অর্থনৈতিক পরাশক্তির দেশগুলো এই অঞ্চলে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, এই বাণিজ্য অঞ্চল বাস্তবায়িত হলে অন্তত ১৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে।
তিনি বলেন, ‘আমরা ডিপি ওয়ার্ল্ডের (দুবাইভিত্তিক বন্দরের অপারেটর) সঙ্গে কাজ করছি। তারা কারিগরি সহায়তা ও বিশেষজ্ঞদের নিয়ে ফ্রি ট্রেড জোন স্থাপনে আগ্রহী।’
বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিন সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলায়েম এই সম্মেলনে অংশ নিয়েছেন। তিনি আমিরাতের রাজপরিবারের ঘনিষ্ঠ এবং একটি বিশেষ প্রোগ্রামে অংশ নিয়েছেন, যা দর্শনার্থীদের ভিড়ে পূর্ণ ছিল।
চৌধুরী আশিক মাহমুদ বলেন, ‘ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং ফ্রি ট্রেড জোন নিয়ে আলোচনা করবেন।’
বিডা চেয়ারম্যান আরও জানান, ভবিষ্যতে প্রতিরক্ষা খাতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে আলাদা একটি অঞ্চলের পরিকল্পনা রয়েছে। তবে এজন্য দেশের বিদ্যমান নীতিমালায় পরিবর্তন আনতে হবে।
চলমান চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনে চীন, ইউরোপসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন।
বিডা চেয়ারম্যান বলেন, ‘এত আগ্রহ দেখা গেছে যে, অনেক বিনিয়োগকারীকে জায়গা দেওয়া সম্ভব হয়নি। ভবিষ্যতে আমরা সম্মেলনটি চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করার পরিকল্পনা করছি।’
তিনি আরও জানান, বাংলাদেশের প্রতি চীনের বিনিয়োগকারীদের আগ্রহ দিন দিন বাড়ছে। এরই অংশ হিসেবে আগামী মাসে চীনের বাণিজ্যমন্ত্রী ২০০ সদস্যের একটি বিনিয়োগকারী প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশ সফরে আসবে।
এ ছাড়া বিশ্ব বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড জারা-র কর্ণধারও বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন বলে জানান বিডা চেয়ারম্যান।