ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল পিএসসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৫, ০৪:৩৯ পিএম
ছবি: সংগৃহীত

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে প্রার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আগামী ৮ মে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, সময়সূচি আপাতত পরিবর্তনের পরিকল্পনা নেই।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্দোলনকারী প্রার্থীদের দাবিকে গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেছে পিএসসি। তবে বর্তমানে কমিশন ৪৪, ৪৫, ৪৬ ও ৪৭তম বিসিএসসহ নন-ক্যাডার নিয়োগের বিভিন্ন জট নিরসনে একটি সমন্বিত পরিকল্পনার মধ্য দিয়ে কাজ করছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সময়মতো পরীক্ষা নেওয়াই এই পরিকল্পনার অন্যতম উদ্দেশ্য।

পিএসসি জানায়, বিসিএসসহ বড় বড় পরীক্ষার আয়োজন একটি বড় চ্যালেঞ্জ, বিশেষ করে প্রশ্নপত্র ও উত্তরপত্র ছাপানো এবং পর্যাপ্ত পরীক্ষা কেন্দ্র নির্ধারণে। কমিশনের নিজস্ব অবকাঠামো না থাকায় এসব কার্যক্রমে বিভিন্ন প্রতিষ্ঠানের সহায়তা নিতে হয়। পরীক্ষার সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম, পাবলিক পরীক্ষা ও ছুটির বিষয়গুলো বিবেচনায় রেখে কেন্দ্র নির্ধারণ করা হয়ে থাকে, যা সময়সূচি পরিবর্তনকে আরও জটিল করে তোলে।

তবে কমিশন জানিয়েছে, যদি কোনো প্রার্থীর ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা ও ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা একই দিনে পড়ে, সে ক্ষেত্রে মৌখিক পরীক্ষার জন্য বিকল্প তারিখ নির্ধারণ করে দেওয়া হবে। এ জন্য সংশ্লিষ্ট প্রার্থীকে পিএসসি‍‍`কে যথাযথভাবে অবহিত করতে হবে।